বুধবার ২৩ অক্টোবর ২০২৪
৭ কার্তিক ১৪৩১
এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১২:১৮ এএম |


দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিতি আরও বেড়েছে। রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন পৌনে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় একজন পরিদর্শকসহ ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩ হাজার ২২২ জন। পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী ও একজন পরিদর্শক।
ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮১ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫ জন, কুমিল্লায় ১ হাজার ১৪১ জন, যশোরে ১ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ১ হাজার ৮২ জন, বরিশালে ৮৬৪ জন, দিনাজপুরে ১ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ১৬ জন।
এদিন অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৪ জন, ঢাকা বোর্ডে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, যশোরে ৪ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৬ জন বহিষ্কার হয়েছেন।
মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৩ হাজার ৪১৪ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হয়েছেন ১০ জন। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৪ জন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির ‘বঞ্চিত’ অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবি
বঙ্গভবনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
ধর্মপুর-সাতরার রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন জামায়াতের কুমিল্লা মহানগর সেক্রেটারি অধ্যাপক এমদাদুল হক মামুন
বঙ্গভবনের সামনে বিক্ষোভ ঢুকে পরার চেষ্টা, বাধা
কুমিল্লা নগরীর ২৭ হাজার কিশোরী পাবে বিনামূল্যে এইচপিভি টিকা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
সুমি জুয়েলার্সের ২৭তম বর্ষপূর্তি উদযাপন
বঙ্গভবনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
বঙ্গভবনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
বুড়িচংয়ের আলোচিত আদনান হায়দারসহ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২