মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১
অবৈধ সম্পদে স্ত্রীসহ আসামি ইউএনওর সহকারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১২:০৩ এএম |


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিহির কুমার ঘোষ ও তার স্ত্রী শিল্পী রানী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।
বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে সংস্থাটির কুমিল্লা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়, আসামি শিল্পী রানী ঘোষের ২০১০-১১ সালে (আয়কর নথি খোলার ভিত্তি বছরে) আয়কর নথির সঙ্গে সংযুক্ত রেকর্ডপত্রে ব্যবসা থেকে ২৮ লাখ ৬৩ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে দুদকের অনুসন্ধানে তার ব্যবসা সংক্রান্ত কোনও গ্রহণযোগ্য রেকর্ডপত্র পাওয়া যায়নি। এমনকি তার ব্যবসার আয়-ব্যয়ের হিসাবপত্র, কর্মচারীর তথ্য, ফার্মের অস্তিত্ব, ক্যাশ রেজিস্টার ও ব্যবসা সংক্রান্ত কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই।
সব মিলিয়ে আসামি শিল্পী রানী ঘোষের দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৩ লাখ ৫০ হাজার ৩৫৮ টাকার সম্পদের ঘোষণা করেন। কিন্তু যাচাই এই সম্পদের বিপরীতে বৈধ আয় পাওয়া যায় ৩৪ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা। তার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ টাকা।
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে স্বামীর অবৈধ আয় বৈধ করতে শিল্পী রানী সহযোগিতা করায় স্বামী মিহির কুমার ঘোষকে সহযোগী আসামি করা হয়েছে। ওই দম্পত্তির নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দ-বিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।












সর্বশেষ সংবাদ
গণহত্যা দিবস আজ
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
বেলালের পরিবারে কান্নার রোল
তিতাসে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় একটি বিয়ের আকর্ষণীয় অনুষ্ঠান
ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না: হাজী ইয়াছিন
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
কুমিল্লায় এনসিপির ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২