রোববার ২২ জুন ২০২৫
৮ আষাঢ় ১৪৩২
চাঁদপুরে গৃহবধূ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১২:০২ এএম |


চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। রোববার (৩০ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়।
মৃত্যু দ-প্রাপ্ত আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ওই এলাকার আলমগীর হোসেন ফারুকের স্ত্রী ও তার সহযোগী রফিক একই এলাকার আবদুর রশিদের ছেলে।
হত্যার শিকার কোহিনুর বেগম রহমতপুর আবাসিক এলাকার প্রবাসী আব্দুল মান্নান খানের স্ত্রী।
মামলার এজাহার থেকে জানা যায়, নাজমা আক্তারের কাছে কোহিনুর বেগম নগদ পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এ টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কোহিনুর নাজমার বাড়িতে টাকার জন্য গেলে দুই আসামি তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করে কোহিনুর বেগমের আপন ভাই আবদুল মালেক মোহন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম। তিনি এ ঘটনায় জড়িত আসামি নাজমা আক্তার নয়ন ও রফিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রণজিৎ রায় চৌধুরী জানান, মামলাটি আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের অপরাধ স্বীকার, সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এ রায় দেন। আসামিরা পলাতক ছিলেন।












সর্বশেষ সংবাদ
৫৮ লাখ টাকার অপচয়ে আকাশমুখী লিফট
লাকসামে বৃদ্ধাকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার চাঞ্চল্যকর তথ্য উদঘাটন
পুনাকের আয়োজনে ফল উৎসব পুলিশ পরিবারে সৌহার্দ্য-ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে- পুলিশ সুপার
লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
লাকসামে কৃষককে কুপিয়ে জেলহাজতে প্রবাসী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বান্ধবীকে শার্ট ও ক্যাপ পরিয়ে ছেলেদের হলে নিয়ে আসে নাজমুল, অতঃপর...
কুমিল্লা সিটি কর্পোরেশন: ৫৮ লাখ টাকা অপচয়ে আকাশমুখী লিফট
দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -মনিরুল হক চৌধুরী
দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২