এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে ৮ জুন বেলা ১২টায় ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এডভোকেট সৈয়দ নুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন। মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াছিরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- এপেক্সে জেলা-৮ এর সাবেক গভর্ণর এপে. এডভোকেট খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সভাপতি এপে. ইমতিয়াজ মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর মিঠুন মজুমদার, এপেক্স ক্লাব অব কুমিল্লার সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর মোঃ জসিম উদ্দিন, জুনিয়র সহ-সভাপতি এপে. রফিকুল ইসলাম ও মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশাত জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেন, খোকন কর, মেহেদী হাসান। অনুষ্ঠানে শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।