অবিভক্ত
ভারতের মহাকবি ড. আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট কবি
ও গবেষক মাহমুদুল হাসান নিজামী'র সভাপতিত্বে উক্ত সেমিনারে বিভিন্ন দেশের
রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়।
গত ৩০মে ঢাকা হোটেল ফারস
মিলনায়তনে আলোচনা করেন, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড.
আনিসুজ্জামান, মেজর জেনারেল (অব:) এহতেশামুল হক, নির্বাচন কমিশনের সাবেক
সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি, পাকিস্তানের ডিপুটি
হাই কমিশনার কামার আব্বাস খোকার অন্যান্য কুটনৈতিক ও কবি সাহিত্যিক প্রমুখ।
আলোচকবৃন্দ
বলেন অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি আল্লামা ড. ইকবাল এবং কবি কাজী
নজরুল ইসলাম আমাদেরকে সম্প্রতির বার্তা দিয়ে গেছেন। যাহা অহিংস শান্তিময়
বিশ্বগড়তে বর্তমানেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। আলোচনা শেষে শিক্ষা,
সংস্কৃতি ও সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য ভোরের আলো সাহিত্য পরিষদ এর
প্রতিষ্ঠা ও সভাপতি, কুমিল্লার সন্তান অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমকে
অ্যাওয়ার্ড তুলেদেন পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার।