জেলা ও 
উপজেলা পর্যায়ের ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন 
জিজ্ঞাসার সরাসরি উত্তর দিতে প্রদানের জন্য সেবা বুথ স্থাপন করা হবে বলে 
জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
বৃহস্পতিবার (৬ জুন) 
রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ নিয়ে আয়োজিত
 এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী একথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, ‘জেলা ও 
উপজেলা পর্যায়ের ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন 
জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথ স্থাপন করা হবে এবং সেখানে 
একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।’
এবার প্রথমবারের মত ৮টি বিভাগে 
বিশেষভাবে প্রস্তুত ৮টি গাড়ি ভ্রাম্যমাণ স্মার্টভূমি সেবা প্রদান করবে। 
ভূমিসেবা নিয়ে সহজবোধ্য বই ‘ভূমি আমার ঠিকানা’ বিতরণ করা হবে বলেও জানান 
মন্ত্রী।
মন্ত্রী জানান, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করা 
এবং অনলাইন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত 
সারাদেশে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৪’ উদযাপন করা হবে। এবারের 
প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।'
সচেতন
 নাগরিক মাত্রই স্মার্ট নাগরিক- মন্তব্য করে মন্ত্রী বলেন, ভূমিসেবা সপ্তাহ
 চলাকালীন সেবাগ্রহীতাদের গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করা হবে তার 
মধ্যে রয়েছে- ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান, 
নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের 
সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, 
অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান
 জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম
 গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণকে সংশ্লিষ্ট সেবা প্রদান ইত্যাদি।
তিনি
 বলেন, ভূমি মন্ত্রণালয় ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে দ্বিতীয় 
প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ 
হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ ও দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, 
সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিতকরণ এবং 
হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে 
যাচ্ছে।
ভূমি সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে এসময় মন্তব্য করেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী
 বলেন, দেশের সব বিভাগীয় কমিশনার নিজ নিজ বিভাগে আজ (৬ জুন) বা কাল (৭ জুন)
 প্রেস কনফারেন্স আয়োজন করবেন। এতে স্মার্ট ভূমিসেবা, নাগরিকদের প্রাপ্তি, 
ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং নিজ বিভাগের আওতাভুক্ত জেলায় বিশেষ কর্মসূচির 
ব্যাপারে বিভাগীয় কমিশনাররা বিস্তারিত জানাবেন। সপ্তাহব্যাপী 
সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষার্থী ও নাগরিকদের নিয়ে জনসচেতনতামূলক সভার 
আয়োজন করা হবে।
নারায়ণ চন্দ্র চন্দ জানান, ভূমিসেবা সপ্তাহ উদযাপন 
উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 
স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ ও বক্তৃতা 
প্রতিযোগিতার আয়োজন করা। অন্যদিকে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের 
কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতার ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে।
এক
 প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এর 
অংশ হিসেবে অনলাইনে সেবা ড্যাশবোর্ড যেমন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে 
তেমনি মাঠ পর্যায়ে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন বৃদ্ধি করা হচ্ছে। কোনো 
অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।
এ 
সময় ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম 
শামিমুল হক ছিদ্দিকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর 
মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত 
ছিলেন।
                                                                                
