আসন্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে শৃঙ্খলা রক্ষা এবং
যেখানে-সেখানে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয় আঞ্চলিক কর্মকর্তাকে নির্বাহী
ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের
পরের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।
বুধবার (৫ জুন) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ
সিটির অঞ্চল ২-এর উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ
ক্লাব সংলগ্ন পশুর হাট এবং মেরাদিয়া বাজার সংলগ্ন পশুর হাটসহ নিজ
অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন একই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে
মেন জো।
একইভাবে অঞ্চল ৩-এর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি
কলেজ এলাকার পশুর হাট এবং রহমতগঞ্জ ক্লাব ও এর আশপাশের পশুর হাটসহ নিজ
অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর
রহমান।
অঞ্চল ৪-এর ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন পশুর হাটসহ নিজ
অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।
অঞ্চল
৫-এর লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোড সংলগ্ন
পশুর হাটসহ নিজ অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার।
অঞ্চল ৬ ও অঞ্চল ৭-এর এলাকাসহ আমুলিয়া
মডেল টাউন হল সংলগ্ন পশুর হাটের দায়িত্বে থাকবেন অঞ্চল ৭-এর আঞ্চলিক
নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ।
অঞ্চল ৯ ও অঞ্চল ১০-এর এলাকাসহ
শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পশুর হাট, পোস্তগোলা শ্মশানঘাট এবং
দনিয়া কলেজ সংলগ্ন পশুর হাটের দায়িত্বে থাকবেন অঞ্চল ৯-এর আঞ্চলিক নির্বাহী
কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।