কুমিল্লার
মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে এক আলোচনা সভা উপজেলা
পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এরপূর্বে কবিতীর্থ
দৌলতপুরে কবি কাজী নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন
কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি
কর্মকর্তা পাভেল খান পাপ্পু, অধ্যাপক আবদুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক
শাহআলম জাহাঙ্গীর, কবিপতœী নার্গিস বংশের উত্তরসূরী বাবলু আলী খান, উপজেলা
প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বকুল, লেখক আবদুল আলীম,
একরামুল হক দিপু।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, দৌলতপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা
নাইমুর রহমান, নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,
সাংবাদিক সাজ্জাদ হোসেন, মুছা ইসলাম ও রুবেল মিয়া প্রমুখ।
সভাপতির
বক্তব্যে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, স্থানীয়
জনগণের মাঝে কবি নজরুলের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। শুধু বিশেষ কোন দিবসে নয়,
সারাবছরই কবি নজরুলকে নিয়ে চর্চা করতে হবে। এক্ষেত্রে উপজেলা প্রশাসন
সার্বিক ভাবে সহযোগিতা করবে।