নিজস্ব
প্রতিদেক: কুমিল্লা মুরাদনগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম
জয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল ২৫ মে শনিবার মুরাদনগর উপজেলার মেটংঘর
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন মো: শহীদ সরকার। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রনজিত
কুমার দেবনাথ ও সাবিত্রী রানী সাহা। কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ছন্দু
মিয়া ও দুলাল মিয়া। সিনিয়র শিক্ষক মো: ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সঙ্গীত
পরিবেশন করেন ফারজানা আক্তার, শ্রাবন্তী দেবনাথ, সূচনা, অনামিকা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন ৭ম শ্রেণির ক শাখার ছাত্র মো: সিফাত
ও গীতা পাঠ করেন ৯ম শ্রেনীর ছাত্রী জুঁই রানী।