কথায় বলে, বিপদেই বন্ধুর পরিচয়। সুসময় এবং দুঃসময়ে বন্ধুর পাশে থাকাই তো প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। সত্যিকারের বন্ধু তিনিই, যাঁর সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন। তবে এমন মানুষও কিন্তু আপনার ‘বন্ধু’ হতে পারেন, যাঁর সঙ্গে কথা বলতে গেলে আপনাকে ভাবতে হয়, তিনি আপনারই কোনো কথার সূত্র ধরে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারেন কি না। বুঝতেই পারছেন, এই মানুষগুলো কখনোই আপনার সত্যিকার বন্ধু নন।