বরিশালের
বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী
লীগের সভাপতি গোলাম ফারুক এক কর্মিসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমার
চেয়ে বড় মাস্তান বানারীপাড়ায় নেই। আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়ায়
নেই।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ মে) জেলা রিটার্নিং
কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে গোলাম ফারুকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের
লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলাদ হোসেন সানা।
অভিযোগে
উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক ৯ মে উপজেলার
সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহিষপোতা ফকিরবাড়িতে কর্মিসভায়
বক্তব্য দেন। সেখানে তিনি উপজেলাবাসীর উদ্দেশে বলেন, আমার চেয়ে বড় মাস্তান
বানারীপাড়ায় নেই। আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়ায় নেই।
অভিযোগকারী
প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা বলেন,
‘তার এমন মন্তব্যে মানুষ আতঙ্কিত হয়ে ভোট দিতে আসেন কি না তা নিয়ে সংশয়
দেখা দিয়েছে। আজ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আশা করছি কমিশন ব্যবস্থা
নেবে।’
জানতে চাইলে অভিযুক্ত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম
ফারুক বলেন, ‘আমার পুরো বক্তব্য খ-িত করে প্রচার করা হচ্ছে। ওখানে আমি
দীর্ঘ বক্তৃতা করেছি। কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছি। বাস্তবতা হলো
মাওলাদ হোসেন সানার নেতাকর্মীরা ভোটারদের পিস্তল ঠেকিয়ে হুমকি-ধমকি
দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছি।’
এ বিষয়ে জেলা রিটার্নিং
কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী
বলেন, প্রার্থী মাওলাদ হোসেন সানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত
করে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৫ জুন বানারীপাড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।