শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
উপজেলা পরিষদ নির্বাচন ‘আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়ায় নেই’ বলে প্রার্থীর হুমকি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১:০৪ এএম |


বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক এক কর্মিসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমার চেয়ে বড় মাস্তান বানারীপাড়ায় নেই। আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়ায় নেই।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে গোলাম ফারুকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলাদ হোসেন সানা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক ৯ মে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহিষপোতা ফকিরবাড়িতে কর্মিসভায় বক্তব্য দেন। সেখানে তিনি উপজেলাবাসীর উদ্দেশে বলেন, আমার চেয়ে বড় মাস্তান বানারীপাড়ায় নেই। আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়ায় নেই।
অভিযোগকারী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা বলেন, ‘তার এমন মন্তব্যে মানুষ আতঙ্কিত হয়ে ভোট দিতে আসেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আশা করছি কমিশন ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে অভিযুক্ত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, ‘আমার পুরো বক্তব্য খ-িত করে প্রচার করা হচ্ছে। ওখানে আমি দীর্ঘ বক্তৃতা করেছি। কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছি। বাস্তবতা হলো মাওলাদ হোসেন সানার নেতাকর্মীরা ভোটারদের পিস্তল ঠেকিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছি।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, প্রার্থী মাওলাদ হোসেন সানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৫ জুন বানারীপাড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২