শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
চান্দিনায় স্কাউটস এর ত্রৈ-বার্ষিক সম্মেলন
দুর্যোগে পতিত মানুষের পাশে দাঁড়াতে স্কাউটাস সদস্যদের প্রতি আহ্বান এমপি প্রাণ গোপালের
গৌতম কমিশনার, এমদাদ সম্পাদক
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১২:৩৪ এএম |

 দুর্যোগে পতিত মানুষের পাশে দাঁড়াতে স্কাউটাস সদস্যদের প্রতি আহ্বান এমপি প্রাণ গোপালের

কুমিল্লার চান্দিনা উপজেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে স্কাউটস সদস্যদের প্রতি আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
মঙ্গলবার (১৪ মে) চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা পদক প্রাপ্ত খ্যাতনামা এ চিকিৎসক উপস্থিত স্কাউটস সদস্য, শিক্ষকসহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন- ‘আমরা ৫-১০ টাকা করে অনুদান দিয়ে একটি ফান্ড গঠন করে দিতে চাই। আপনারা পাশে থাকবেন। এই টাকা দিয়ে দুর্যোগে পতিত মানুষকে স্কাউটস সদস্যরা সহযোগিতা করবে।’
সম্মেলনে উপজেলার অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে কে কমিশনার, করতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ দেব কে কোষাধ্যক্ষ, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক কে সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনে উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী।
স্কাউটার ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- স্কাউটস এর কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল ভূইয়া, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আখতারুজ্জামান. উপজেলা কমিশনার কমল বক্সী। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্কাউটস এর সম্পাদক প্রধান শিক্ষক রৌশন আরা।
 












সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft