বুধবার ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২
সনাকের সাথে কুমিল্লা’র পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৫ এএম |



সনাকের পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার
পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় গতকাল ১৩ মে ২০২৪, সোমবার, বিকেল ৪:০০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা এর সাথে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সনাক কুমিল্লার পরিবেশ বিষয়ক যুগ্ম আহবায়ক ও সনাক সদস্য বদরুল হুদা জেন সনাক কুমিল্লা এর বিভিন্ন কার্যক্রম সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান উপ পরিচালকের অধীনে পরিবেশ উন্নয়নের জন্য বেশ কিছু কাজ ইতিমধ্যে কুমিল্লায় হয়েছে। তিনি সনাকের পক্ষ থেকে পরিবেশ উন্নয়নে সকল কার্যক্রমে অব্যাহত সহযোগিতার কথা পুর্নব্যক্ত করেন। আলোচনায় অংশ নিয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করায় তিনি সনাককে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সনাক এর সহযোগিতায় বাস্তবায়িত যে কোন কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বলেন, বন ও জলাভূমিসহ পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধান করার সাংবিধানিক নির্দেশনা অনুসারে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কাজ করে যাচ্ছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে ১৭ টি উপজেলার পরিবেশ উন্নয়নে কাজ করা খুবই কষ্টসাধ্য একটি কাজ, তারপরও পরিবেশ অধিদপ্তর কুমিল্লা আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পরিবেশের জন্য টেকসই এবং প্রাত্যহিক জীবনধারণের জন্য সাশ্রয়ী ও বিকল্প ব্যবস্থা প্রবর্তনে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করতে সনাক কুমিল্লাসহ সকল অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
সনাক সহ সভাপতি ও পরিবেশ বিষয়ক উপ কমিটির আহবায়ক আইরিন মুক্তা অধিকারী বলেন, উপ পরিচালক দক্ষ প্রশাসক, তাঁর দক্ষতা দিয়ে তিনি কুমিল্লার পরিবেশ উন্নয়নে কাজ করবেন। তিনি পরিবেশ অধিদপ্তর কুমিল্লা’র সকল ধরনের ইতিবাচক কার্যক্রমে সনাকের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। মতবিনিময় সভায় সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, পরিদর্শক জোবায়ের হোসেন ও চন্দন বিশ^াস, টিআইবি কর্মকর্তা উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
এনসিপি'র কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিম অনুমোদন
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
পতিত লুটেরা সরকার চৌদ্দগুষ্টি মিলে বিদেশে পাচার করে দেশের অর্থ- হাজী ইয়াসিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযান
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
ফাহাদের বাড়িতে শোকের মাতম
দুই সভাপতি প্রার্থীর মধ্যে সংঘর্ষ-ভাংচুর, আহত১০
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২