শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার
দেবিদ্বারে সর্বজনীন পেনশন স্কিমর বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ ও
উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গুনাইঘর উত্তর
ইউনিয়ন পরিষদ ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার
সুলতানা। সভা দুটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান মো. মোকবল
হোসেন মুকুল ও ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। সভায় ইউপি সদস্য. মসজিদের
ইমাম-খতিব, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ
নেয়।
সভায় ইউএনও বলেন, ‘সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার
মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের
লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। তিনি সকলকে সর্বজনীন পেনশন
স্কিমের আওতায় চারটি স্কিমের যে কোন একটিতে অংশ নিতে আহ্বান জানান। এছাড়া
তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে
পৌঁছে দেওয়া এবং আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে
অংশ নিতে উৎসাহ প্রদানের অনুরোধ জানান। সভায় পেনশন স্কিমের নিবন্ধন
প্রক্রিয়া, প্রশ্নের উত্তর, বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারের লক্ষ্য
উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করা হয়।