ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া
উপজেলার শশীদল মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক বিজিবি সদস্য
রফিকুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ৬ এপ্রিল (সোমবার) বাদ জোহর শশীদল
কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন
হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গত
রবিবার রাতে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক ও
কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ বহু
গুণগ্রাহী রেখে যান। তার নামাজে জানাজায় গাড অফ অনার প্রদান করেন বিজিবি ও
পুলিশের একটি দল।