নিজস্ব
প্রতিবেদক: মামলার তথ্য গোপন করার অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলামের
মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে
তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তবে এর বিরুদ্ধে আপিল করতে
পারবেন তিনি। আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরুড়া
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪
জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গতকাল এসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।
জানা গেছে,
চেয়ারম্যান পদে হামিদ লতিফ কামাল, বর্তমান উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল
ইসলাম, সাবেক পৌরসভার মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য
মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক
মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদের
সদস্য মোঃ সোহেল সামাদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা
আওয়ামী লীগের নেত্রী দেলোয়ারা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান
কামরুন্নাহার শিখা, ও পৌর মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মর্জিনা বেগম।
পুরুষ
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, সাবেক ছাত্র নেতা শাহ মোঃ
কামাল হোসেন, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মোঃ কবির
আহমেদ ভূইয়া ও এডভোকেট আবদুর রহিম।