কুমিল্লার
হোমনায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ "রেহানা মজিদ মহিলা কলেজ"র ২৫ বছর
পূর্তিতে রজত জয়ন্তী পালন ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা দিয়েছে কলেজ
কর্তৃপক্ষ।
গতকাল বিকালে কলেজ প্রাঙ্গনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এ প্রাণবন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ
সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ।
কলেজের
সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে এসময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার
মীর মহসিন মাসুদ রানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, ওসি মো.
জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান
আবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া ইমন, কলেজের অধ্যক্ষ মো. মজিবুর
রহমান, প্রভাষক এসএম শাহীন, উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বাবু তপন কুমার সূত্রধর প্রমুখ।
কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রাজিয়া
সুলতানা শিউলী'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য,
রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে অতিথিদের সম্মাননা স্মারক ও
পুষ্পার্ঘ্য প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।