ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গোষ্ঠীর মধ্যে দফায়
দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) বিকাল ৫টার
দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া
হচ্ছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বিজয়নগর সার্কেল) বিল্লাল হোসেন জানান, বুল্লা
গ্রামের চার গোষ্ঠীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
পূর্বশত্রুতার জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। তবে কী নিয়ে মূলত সংঘর্ষ হয়েছে তা
জানা যায়নি।
তিনি আরও জানান, সংঘর্ষে ২৫ জনের মতো আহত হয়েছেন। তারা
স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের
ঘটনায় পুলিশ ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত
রয়েছে। পরবর্তী সময়ে সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে
এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় মামলা করেনি।