সরকারের
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বিরোধীদলীয় নেতা ও জাতীয়
পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশে মানুষের জীবন
ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নেই। দেশের শাসনকার্যে দৃশ্যমান ব্যর্থতা
পরিলক্ষিত হচ্ছে। শাসনকার্য ভালোভাবে চলছে না, অর্থাৎ সুশাসনের অভাব রয়েছে।
মঙ্গলবার
(২ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে
জাতীয় যুব সংহতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে এসব কথা বলেন
তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, আইনের শাসনের মধ্যে দুটি প্রধান বিষয়
গুরুত্বপূর্ণ। এরমধ্যে আইনের চোখে সবাই সমান ও শিষ্টের পালন এবং দুষ্টের
দমন। ন্যায়বিচারভিত্তিক সমাজ বলতে বৈষম্য, নিপীড়ন ও নির্যাতনহীন সমাজকে
বুঝি।
‘আইন সবার জন্য সমান’ এ বিষয়ে প্রশ্ন তুলে জিএম কাদের বলেন,
সরকারি দলের মানুষ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে বিচার বা শাস্তি এড়িয়ে
যাচ্ছেন। এ ঘটনা নিত্য নৈমিত্তিক। এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো মামলা কি
হয়েছে সরকারের বিরুদ্ধে? সরকার পরাজিত হতে চায়নি, কিন্তু মামলায় সরকার
পরাজিত হয়েছে এমন ঘটনা কি ঘটেছে? আমার জানা নেই। যাকেই জিজ্ঞাসা করেছি কেউ
বলতে পারেনি। অনেকেই বলেছে হয়নি।
সরকারের সঙ্গে কিছু লোক আইনের ঊর্ধ্বে
অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের ধারণা বর্তমান সময়ে
দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে। প্রতিদিনই দেশে বৈষম্য বাড়ছে,
সরকারিভাবেই বৈষম্য তৈরি হচ্ছে। সুবিধাবাদী একটি গোষ্ঠীকে নিয়ে সুবিধাভোগী
গোষ্ঠী তৈরি করা হচ্ছে। তারা সরকারের সমর্থন করছে এবং ক্ষমতার প্রভাবে
জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন করছে।