হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌর বাজারসহ বিভিন্ন স্থানের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার
৩১ মার্চ বেলা ১১ টায় হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ রাজস্ব
তহবিল থেকে ১৮ জন ভুক্তভোগীর মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়।
জানা
গেছে, ২০২২ সালে হোমনা পৌর সভা বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান ক্ষতিগ্রস্থ
হয়। এ ছাড়া বিভিন্ন সময় রামকৃষ্ণপুর আখন্দ পাড়া, ফজুরকান্দি, বাবরকান্দি ও
পৌরসভা সদরে ৮টি ঘর ক্ষতিগ্রস্থ হয়। এদের মধ্যে ১০ জনকে ৭ হাজার টাকা করে
৭০ হাজার টাকা এবং ৮ জনকে ৯ হাজার টাকা করে ৭২ হাজার টাকা নগদ বিতরণ করা
হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ
চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ
ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার
রীনা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, ওসি মো. জয়নাল আবেদীন, ডিজিএম
পল্লী বিদ্যুৎ সমিতি মো. শওকাতুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ
হোসেন, সাংবাদিক আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল
হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর, মো.
জালাল উদ্দিন পাঠান, মো. ছাদেক সরকার, মো. জালাল উদ্দিন খন্দকার, মো.
শাহজাহান মোল্লা ও মো. তাইজুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও
উপকারভোগীরা উপস্থিত ছিলেন।