কুমিল্লার
দেবিদ্বার উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাবেক এমপি ইঞ্জি: মুঞ্জুরুল আহসান মুন্সির বাড়িতে এ
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের
সাবেক সংসদ ইঞ্জি: মুঞ্জুরুল আহসান মুন্সি।
দেবিদ্বার উপজেলা বিএনপির
আহবায়ক মাজেদা আহসান মুন্সির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহজাহান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা
দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান কবির আহমেদ, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, যুবদলের সাবেক আহবায়ক মো.
আবদুর রহমান প্রমুখ।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক রবিউল আউয়াল সাইফুলের সঞ্চালনায় সভায় খালেদা জিয়া ও তারেক জিয়ার
সুস্থতা কামনায় দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য ইঞ্জি:
মুঞ্জুরুল আহসান মুন্সি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের
আনুষ্ঠানিকতাগুলো ধ্বংস করে ভারতকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তাদের এসব
চক্রান্ত ও দু:শাসন থেকে মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এ
ইফতার মাহফিলে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি প্রমাণ করেছে দেবিদ্বারের
বিএনপি অত্যান্ত সুসংগঠিত। আগামীতেও যে কোন কর্মসূচী পালনে দেবিদ্বারের
বিএনপি এভাবে মাঠে থাকবে।