বাঙ্গালী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি ইতিহাস। ভাষা
আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ সব মিলিয়ে বঙ্গবন্ধুর অবদান হল বাংলাদেশ। তাই
বাংলাদেশ কে জানতে হলে বঙ্গবন্ধু কে জানতে হবে। আমরা আজ যে স্মার্ট
বাংলাদেশ পেয়েছি তার জন্য বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বর্তমান সরকারের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রজন্মের সবাই ঋণি। বঙ্গবন্ধুর স্বপ্ন
বাস্তবায়নের আসুন আগামীর উন্নত বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়। তবেই
আমাদের লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল আমরা পাব। গত
মঙ্গলবার ২৬ মার্চ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা
পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন
উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি
এ-সব কথা বলেন। উপজেলা সমবায় কর্মকতা মো. মঈন উদ্দিন হাসানের পরিচালনায়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম
আজহারুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া দেবিদ্বার
সার্কেল শাহ মোস্তফা তারিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.
আবদুল বারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক কমান্ডার
ইদ্রিস মিয়া মাস্টার, বীর বিক্রিম মুক্তিযোদ্ধা রবিউল্লাহ খান,থানার অফিসার
ইনচার্জ ওসি এস এম আতিক উল্লাহ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিলুর
রহমান আখন্দ, নজরুল ইসলাম, আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ও
মুক্তিযোদ্ধাদের স্মৃতি তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন
দপ্তরের প্রধান, সাংবাদিক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল, মাদ্রাসার
প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং জাতীর শ্রেষ্ঠ
সন্তান বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল,
ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।