নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে নয় জেলেকে এক মাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার
(২৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে এ দ- দেন জেলা সদর উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।
দ-প্রাপ্তরা
হলেন- মো. শাহাদাত ছৈয়াল (২৫), মো. জাহাঙ্গীর ছৈয়াল (৩০), মো. মনির হোসেন
(১৯), মো. ইসমাইল (২৫), মো. খোকন মিয়া (১৯), মো. মোক্তার (১৯), মো. আলমগীর
(১৮), মো. হযরত আলী (১৮) ও মো. বাবু (২৩)। এদের বাড়ি চাঁদপুর, লক্ষ্মীপুর ও
শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২২ মার্চ)
মধ্য রাত থেকে শনিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার
রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময়
তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও দুটি মাছ ধরার
নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ নৌকা কোস্টগার্ড হেফাজতে
রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দ-প্রাপ্ত জেলেদের জেলা
কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য
কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ নৌপুলিশ
ও কোস্টগার্ডের সদস্যরা জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন।