মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং তুলি যুব ফাউন্ডেশনের ইফতার
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:৫৪ এএম |

 সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং তুলি যুব ফাউন্ডেশনের ইফতার
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘রং তুলি যুব ফাউন্ডেশন- কুমিল্লা’। শনিবার-২৩ মার্চ নগরীর ঝাউতলার এবি ফুড রেষ্টুরেন্টের হলরুমে প্রায় অর্ধশতাধিক এতিম শিশু নিয়ে এ আয়োজন করা হয়।  সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক, দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক জহির শান্ত, নজরুল ইন্সটিটিউটর অনুষ্ঠান সম্পাদক মোহাম্মদ আলামিন, উপদেষ্টা পরিষদের সদস্য মিনহাজুল ইসলাম, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু ।
প্রোগ্রামের শুরুতেই সংগঠনের সাবেক উপদেষ্টা জামাল উদ্দিন স্যার এবং সদ্য প্রয়াত সংগঠনটির বোর্ড মেম্বার ফাইরুজ অবন্তিকার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় ।
ইফতারের পাশাপাশি সংগঠনটি তাদের ভলান্টিয়ারদের মাঝে এওয়ার্ড তুলে দেন। শ্রেষ্ঠ ভলান্টিয়ার হিসাবে জানুয়ারী মাসের স্বীকৃতি পান সংগঠনটির সদস্য খাদিজা আক্তার জেবিন, ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ ভলান্টিয়ার হিসাবে স্বীকৃতি পান সংগঠনটির সদস্য মেহেদী হাসান রাব্বি। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট অর্জন করেন সংগঠনটির সদস্য আনিকা তাহাসিন, ওয়াজিহা রুহি, সাজিয়া আলম ও অনিক সাহা । এ সময় অতিথিরা তাদের হাতে ক্রেষ্ট এবং সার্টিফিকেট তুলে দনে ।
রং তুলি যুব ফাউন্ডেশন এর বর্তমান ও সাবেক ভলান্টিয়ারদের উপস্থিতিতে ইফতার আনন্দ - সাত ছিলো বর্ণাঢ্য আয়োজন। সাবেক সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পিন্টু চন্দ্র সরকার, কাজী সাইদা সুমাইয়া নুর অপ্সরা, সাবেক সহ সভাপতি শামীমা ভূইয়া বৃষ্টি । বর্তমান বোর্ড মেম্বারদের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি মো: আলম মিয়া, সহ সভাপতি শারিমিন আক্তার, সাধারন সম্পাদক তানভীর হাসান, জনসংযোগ কর্মকর্তা নয়ন চন্দ্র ধর, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, প্রকল্প ব্যবস্থাপক হাবিবা তন্নী, অর্থ সম্পাদক সামিনা, পরিকল্পনা ও প্রশিক্ষন সম্পাদক ফারহানা বিনতে ফরিদ।
সাধারণ ভলান্টিয়ারদের মাঝে উপস্থিত ছিলেন আনিকা তাহাসিন, খাদিজা আক্তার জেবিন, ওয়াজিহা রুহি, সাইবা আরবি চৈতী, হাসান মাহমুদ, অনিক সাহা, আয়শা আক্তার, শাহাবুদ্দিন রনি, শাহ আমানত বিজয়, অনম প্রমুখ। ইফতার আনন্দ - পর্ব সাত প্রোগ্রামটির চেয়ারম্যান ছিলেন সংগঠনটির সদস্য সাদিয়া বিনতে বাশার, কো-চেয়ারম্যান ছিলেন সাহেদ ইসলাম ও ফারহানা বিনতে ফরিদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও ভলান্টিয়ারদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানেই তাদের এই আয়োজন । সামনের বছর ইনশাল্লাহ আরো বড় পরিসরে হয় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াঁবো।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২