বুড়িচং
প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ইসলামীয়া
ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া
অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার উদ্যোগে ২০২৪ সালের
দাখিলপরীক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় উপলক্ষে এ দোয়া অনুষ্ঠানের
আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ব
বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভ.
বডির সভাপতি ড. মোহাম্মাদ সোলায়মান।
অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে
সহকারী অধ্যাপক শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গভ.বডির সহ সভাপতি
মাও. মো: জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, সহকারী
শিক্ষক জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন
যথাক্রমে ফারজানা জান্নাত, ওসমান শাকিব, হাফেজ তৌহিদুল ইসলাম, সাধারণ
শিক্ষার্থী এহছানুর রহমান শিহাব। অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, ভাল
ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দিতে নির্দেশনা দেন। প্রধান
অতিথি বলেন, তোমরা সু শিক্ষিত হয়ে আগামী দিনে ইসলাম ও ছুন্নার গুরুত্ব
জাতির কাছে উপস্থাপন করবে বলে বিশ্বাস করি।