ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মোঃ হুমায়ুন কবির মানিক
Published : Wednesday, 1 June, 2022 at 6:45 PM
মনোহরগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাকুমিল্লার মনোহরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিবন্ধিত ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১টি ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিনদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশের অংশ হিসেবে উপজেলার মনোহরগঞ্জ বাজার, লক্ষনপুর বাজার, নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেটে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। অভিযানে আরো অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ মল্লিক, ডাঃ বিপ্লব কুমার বর্মন, ডাঃ আকাশসহ পুলিশ সদস্যরা। এ অভিযানে লক্ষণপুর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল ও নাথেরপেটুয়া মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয় এবং প্রয়োজনীয় কাগজ না থাকায় মনোহরগঞ্জ মেডিকেল সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।