
আগামী ১২ থেকে ১৫ই জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নাধিন গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী বিশেষ স্বাস্থ্য সেবা ‘সু-স্বাস্থ্যে মনোহরগঞ্জ’ উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ বিপ্লব কুমার বর্মন, মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত, ডাঃ নিজাম উদ্দিন, ডাঃ আবু রায়হান রাশেদ, ডাঃ মারজান সুলতানা (গাইনী), ডাঃ আসমা আক্তার, ডাঃ হাসান তারেক আকাশ, ডাঃ শাহরিয়ার ইনাম খান, ডাঃ মেহেদী হাসান শিমুল,ডাঃ পাপিয়া বাইন পলিন, ডাঃ আল আমিন, ডাঃ মাহমুদা মুনমুন, ডাঃ সাবেকুন নাহার প্রমুখ।