ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে বাবার সঙ্গে অভিমান: ৬ দিনেও বাড়ি ফেরেনি চার বোন
Published : Tuesday, 31 May, 2022 at 8:23 PM, Update: 31.05.2022 8:25:06 PM
নাঙ্গলকোটে বাবার সঙ্গে অভিমান: ৬ দিনেও বাড়ি ফেরেনি চার বোনকুমিল্লার নাঙ্গলকোটে বাবার বকাঝকার পর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় চার বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ২৬ মে সকালের এ ঘটনার পর ৬ দিনেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এদিকে একসঙ্গে চার সন্তানকে না পেয়ে দিশেহারা তাদের মা-বাবা ও স্বজনরা। তাদের সন্ধান পেতে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
নিখোঁজ চার বোন হলো- উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের বড় মেয়ে আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী তাসনিম জাহান (১৮), একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী মারজান (১৭), ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজিন সুলতানা (১২) ও স্থানীয় নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী মাইশা আক্তার (৭)।

নিখোঁজ চার বোনের মা মাসুদা আক্তার বলেন, গত ২৫ মে তাদের বাবা তাসনিম, মারজান ও তাজিনকে বকা দেন। বিকেলে তিন বোন তাদের নানাবাড়ি চলে যায়। সেখানে থেকেই আমার ছোট মেয়ে মাইশা মাদরাসায় পড়াশোনা করে। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে তিন বোন মাদরাসার কথা বলে নানাবাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

তাদের বাবা বলেন, বুধবার সামান্য বকাঝকা করেছি তাদের। বিকেলে তারা নানাবাড়িতে যাওয়ার পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে তারা মাদ্রাসার উদ্দেশে বের হয়। খবর নিয়েছি, তারা সেদিন মাদ্রাসায় ছিল না।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আল্লাহর কাছে আমি আমার কলিজাগুলোরে ফেরত চাই। আমার ছোট মাইয়াডা জানি কেমন আছে? সে আমারে ছাড়া খাবার খায় না। আমার সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি, থানায় গেছি। কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, নিখোঁজের ছয়দিন চার কন্যাকে না পেয়ে আমার বোন-ভগ্নিপতি দুজনই দিশেহারা হয়ে পড়েছে। ভাগনিদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, একসঙ্গে চারবোনের নিখোঁজ হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই মাঠে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ। সম্ভাব্য কয়েকটি স্থানে খোঁজ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি।