কুমিল্লায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক
রহিমা মিতু
Published : Wednesday, 1 June, 2022 at 2:54 PM
কুমিল্লায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।০১ জুন বুধবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজিপুর (উত্তরপাড়া) গ্রামের সৈয়দ ইদ্রিস এর ছেলে সৈয়দ সানোয়ার হোসেন(১৯)। 
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।