Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM, Update: 26.05.2022 12:52:53 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ
দিন আজ। যেসব প্রার্থীরা যাচাই বছাই শেষে মনোনয়ন পেয়েছেন তারা চাইলে আজ
বিকাল ৫ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে মনোনয়ন পত্র
প্রত্যাহার করে নিতে পারবেন। যাচাই বাছাই এবং আপিল আবেদন শেষে বর্তমানে ৬
মেয়র প্রার্থীসহ মোট ১৬০ জন প্রার্থী নির্বাচনে প্রার্থীতার মনোনয়ন
পেয়েছেন। এর মধ্যে ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। ১১৬ জন সাধারণ
কাউন্সিলর। এক জন কাউন্সিলর প্রার্থী যাচাই বাছাইয়ে বাদ হবার পর কোন
প্রার্থীতা ফিরে পেতে আপিল আবেদন করেন নি। বাতিল হওয়া তিন কাউন্সিলর
প্রার্থী আবেদন করেও প্রার্থীতা ফিরে পান নি।
এদিকে মেয়র পদে স্বতন্ত্র
প্রার্থী পরিচয়ে মনোনয়নপত্র নেয়া আওয়ামীলীগের বিদ্রোহী মাসুদ পারভেজ খান
ইমরান ঢাকায় কেন্দ্রিয় নেতাদের সাথে বৈঠকের পর কুমিল্লায় গুঞ্জন উঠেছে ২৬
মে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। তবে এ নিয়ে প্রকাশ্যে কোন
কথা বলেন নি ইমরান। জানা গেছে, মেয়র পদে ইমরানের মনোনয়ন নেবার পর বিভিন্ন
সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কোন্দলের বিষয়টি প্রকাশ্যে আসার খবর
প্রকাশিত হয়। সর্বশেষ ২৩ মে রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদেরসহ অন্য দুই কেন্দ্রিয় নেতা মাসুদ পারভেজ খান ইমরান এবং তার
বোন আঞ্জুম সুলতানা সীমা এমপিকে ডেকে নিয়ে কথা বলেন। এর পর থেকেই ইমরানের
প্রার্থীতা প্রত্যাহারের গুঞ্জনটি ওঠে।