ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ দাউদকান্দিতে উদ্ধার: ২ ডাকাত গ্রেফতার
আলমগীর হোসেন
Published : Wednesday, 25 May, 2022 at 7:56 PM
নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ দাউদকান্দিতে উদ্ধার: ২ ডাকাত গ্রেফতারনোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি র্স্বণসহ ২ ডাকাতকে গ্রেফতার করছে কুমিল্লা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দাউদকান্দি অংশের পুটিয়া নামক স্থানে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল সঙ্গীয় র্ফোস নিয়ে দ্রত ভিকটিম অভিজিৎ কুড়ি কে উদ্ধার এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। ভিকটিম অভিজিৎ কুড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সত্য নারায়ন জুয়েলার্সের কর্মচারী এবং নরোত্তমপুর গ্রামের রঞ্জিত কুড়ির ছলে।

ভিকটিম অভিজিৎ কুড়ি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নোয়াখালী হতে গহনা তৈরীর জন্য ৮৮ ভরি ০৫ আনা পাকা গলানো স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলে নোয়াখালী জেলার চৌমুহনী নামক স্থান হতে ডিবির পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ০৫ জন ব্যক্তি তাকে মাইক্রো বাসে উঠিয়ে নেয় এবং পথে তাকে মারধর করে স্বর্ণ ছিনিয়ে নেয় ও তাকে দাউদকান্দির পুটিয়ার রাস্তায় ফেলে দেয়। এএসপি মো: ফয়েজ ইকবাল ঘটনাটি তাৎক্ষনিক কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কে অবহিত করলে তার নির্দেশে দ্রত ঘটনার রহস্য উদঘাটনে এবং আসামী গ্রেফতারের উদ্দেশ্যে জেলা পুলিশের টিম মাঠে কাজ শুরু করে। নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ দাউদকান্দিতে উদ্ধার: ২ ডাকাত গ্রেফতার

পরবর্তীতে ৩ ঘন্টার মধ্যে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল এর নেতৃত্বে এস.আই সুদর্শন ও এ.এস.আই ছোটন ভিকটিমের দেওয়া আসামীদের গমনাগমনের সম্ভাব্য পথের বর্ণনা মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত করতে সম্ভব হয় এবং দাউদকান্দি থানার পৌরসভাস্থ সাহাপাড়া থেকে রাজিব কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজিব কর্মকার জানায় যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাগানবাড়ী এলাকায় জনৈক তপু কর্মকারের নিকট লুন্ঠিত স্বর্ণগুলো রয়েছে। পরবর্তীতে পুলিশ বাগান বাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তপু কর্মকারকে আটক করে এবং তার হেফাজত হতে লুন্ঠিত ৮৮ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করেন।

উল্লেখ্য যে, নোয়াখালীর জেলার বেগমগঞ্জ থানার সত্য নারায়ণ জুয়েলার্সের স্বত্তাধিকারী দেব রাজ এবং আটককৃত রাজীব কর্মকার সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পূর্বে রাজীব কর্মকার সত্য নারায়ণ জুয়েলার্সে কাজ করতো। কিন্তু রাজীব কর্মকার দূর্নীতিবাজ হওয়ায় দেব রাজ তার প্রতিষ্ঠান হতে রাজীব কর্মকারকে চাকরীচ্যুত করে। এতে ক্ষিপ্ত হয়ে তপু কর্মকার, রাজীব কর্মকার ও পলাতক অভি কর্মকারকে নিয়ে এই ডাকাতির পরিকল্পনা করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ছে।