ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার ২
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM, Update: 26.05.2022 12:52:46 AM
নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার ২নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশ পরিচয়ে ৮০ লা টাকার স্বর্ণ লুটের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৮ ভরি। বুধবার (২৫ মে) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণ নোয়াখালী থেকে লুণ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার সাড়ে ১১ টায় নোয়াখালী থেকে গলিত স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় নোয়াখালী জেলার নরোত্তম পুর গ্রামের অভিজিৎ কুড়ি। পথে ডিবি পুলিশ পরিচয়ে অভিজিৎ কুড়িকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার স্বর্ণালংকার লুট করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা বেঁধে অভিজিৎ কে ফেলে যায় তারা।
নোয়াখালীতে লুন্ঠিত ৮৮ ভরি স্বর্ণ কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার ২স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দাউদকান্দি পুলিশ অভিজিৎকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে দাউদকান্দির সাহাপাড়া থেকে প্রথমে রাজিব কর্মকার নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে চাঁদপুরের উত্তর মতলবের বাগান বাড়ি থেকে লুন্ঠিত স্বর্ণসহ তপু কর্মকার নামে আরো একজনকে আটক করে পুলিশ।