মো. হাবিবুর রহমান
১২৩তম জন্মবার্ষিকীতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে বিদ্রোহী ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পূর্বঘোষিত কবির জন্মবার্ষিকী উদযাপন সূচি অনুযায়ী ২৫ মে (বুধবার) কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কবিতীর্থ দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মসূচি পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহমেদ, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, নজরুল-নার্গিস বিদ্যা নিকেতনের সভাপতি বাবুল আলী খান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমূখ।
এ দিকে ২৭ মে (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় কবিতীর্থ দৌলতপুরের নজরুল মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক থাকবেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেন।
জন্মবার্ষিকী উপলক্ষে কবিতীর্থ দৌলতপুরে ইতিমধ্যে সপ্তাহব্যাপী নজরুল মেলা শুরু হয়েছে।