ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM, Update: 26.05.2022 12:52:40 AM
সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্নইসমাইল নয়ন।। ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট পুরুষ ৮জন ও মহিলা ২ জনসহ ১০ জন সাধারন সদস্য প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯১০জন। ভোট কাষ্ট হয়েছে ৭১৬ টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের সিনিয়র এএসপি আমিরুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নের্তৃত্বে থানা পুলিশের একটি দল। নির্বাচন পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। ভোটাররা তাদের নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে অনেক আনন্দ প্রকাশ করে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন কবির আহাম্মেদ ৪৪৯ ভোট পেয়ে। দ্বিতীয় হয়েছেন মোঃ খোরশেদ আলম ৪০৯ ভোট পেয়ে। তৃতীয় হয়েছেন মোঃ জয়নাল হোসেন জানু ৩৫০ ভোট পেয়ে। দেলোয়ার হোসেন ৩৩৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এছাড়াও মহিলা প্রতিনিধি খালেদা বেগম ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জানা গেছে, বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন মোঃ মোস্তফা কামালের প্যানেল বিজয়ী হয়েছেন।