ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফের হাব সভাপতি তসলিম
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM, Update: 01.01.2022 12:31:48 AM
ফের হাব সভাপতি তসলিমহজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (২০২১-২০২৩) নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে হাব সম্মিলিত ফোরাম। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম শাহাদাত হোসাইন তসলিম। এবারের নির্বাচনে তিনি ৬৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া পান ৭৯ভোট।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে ২৭ ও এবং চট্টগ্রাম, সিলেটে ও খুলনা আঞ্চলিক পর্য়ায়ে ৯ জন করে আরও ২৭ জনসহ হাব সম্মিলিত ফোরামের মোট ৫৪ জন নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হজ এজেন্সীর সদস্য ভোটাররা যে আমাদের প্রতি আস্থা রেখে বিপুল ভোটে নির্বাচিত করেছে সেজন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুশৃংখল হজ ব্যবস্থাপনার ও হজ যাত্রীদের কল্যাণের জন্য আরও বেশী কাজ করবো। সরকার ও হজ এজেন্সীর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষা করে হজ যাত্রীদের সেবা নিশ্চিত করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।