ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন
ইন্টারনেটের ভালো দিকটা পড়তে হবে: এমপি বাহার
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:09:37 AM
কুমিল্লায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নানান ইলেকট্রনিক মিডিয়ার অগ্রগতির কারণে আমাদের সন্তানেরা লাইব্রেরিতে যায়না, বই পড়ে না। তাতে কোন সমস্যা নাই। তারা গুগলে সার্চ দিয়েই পৃথিবীর সকল বিষয় জানতে পারে। কিন্তু সে কোনটা জানবে সেটা হচ্ছে বিষয়। তারা কি খারাপ দিকটা নিবে , নাকি ভালো দিকটা নিবে সেটার সিদ্ধান্ত নেয়ার সময় এখনি। বাংলাদেশ একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ৪১ সালের একটি জ্ঞান নির্ভর ধনী বাংলাদেশ চাই। আর এই জ্ঞান নির্ভর বাংলাদেশ তৈরী  করতে পড়া ছাড়া কোন বিকল্প নাই। এবার বই থেকে হোক, গুগল থেকে হোক, ইউটিউব কিংবা ফেসবুক থেকে হোক পড়তে হবে, জানতে হবে। খালি দেখলেই হবে না, পড়তেও হবে। আমাদের সন্তানদের প্রতি আমার আহ্বান ডিজিটাল প্ল্যাটফর্মের ভালো দিকগুলো আমরা পড়া শুরু করি।
কুমিল্লায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন
তিনি গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে চার দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ও জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম। পরে এ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ৩০ টি স্টলে বিভিন্ন বই বিক্রি ও প্রদর্শিত হচ্ছে।