ডিগ্রি প্রথমবর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাসের (বিশেষ) পরীক্ষা।
বুধবার (২৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ‘সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন বেলা ১টা ৩০মিনিট থেকে এ পরীক্ষা শুরু হবে। ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি শেষ হবে। আর ২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষা ঢাকা মহানগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।’
পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ এবং িি.িহঁ.ধপ.নফ -এ পাওয়া যাবে।