ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার কল্পবাস গ্রামে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কল্পবাস দক্ষিণ পাড়া ঈদগায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাতব্যাপি এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। কল্পবাস দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির আয়োজনে হাফেজ জহিরুল ইসলাম ফারুকের পরিচালনায় ও ঈদগাহ কমিটির সভাপতি  শাহআলম খোকনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোস্তাক ফয়েজী।
ওয়াজ করেন দক্ষিপাড়া ঈদগাহ  খতিব মাওলানা জাফর চৌধুরী, মাকসুদ আলম মোল্লা ও আনোয়ার হোসেন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও কল্পবাস দক্ষিণ পাড়া ঈদগাহ জামে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু ও বাচ্চু মিয়া। উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জহিরুল হক, সমাজসেবক হাজী মোঃ সোনা মিয়া, নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ব্যাবসায়ী মাসুদুর রহমানসহ এলাকার মুসল্লীবৃন্দ। ওয়াজ শেষে কবরবাসী ও এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।