একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার ১৭ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ
Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM
দলীয়
সিদ্ধান্ত অমান্য করে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান
প্রার্থী হওয়া ১৭ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার
(১০ ডিসেম্বর) তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বহিস্কৃতরা
হলেন- বুধন্তি ইউনিয়নে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন; চান্দুরা
ইউনিয়নে কাজী ফয়েজ; ইছাপুরা ইউনিয়নে জিয়াউল হক বকুল ও আকতার হোসেন;
চম্পকনগর ইউনিয়নে ইউসুফ আলী ভূইয়া ও আনোয়ার হোসেন চৌধুরী; পত্তন ইউনিয়নে
তাজুল ইসলাম ও সামসুল আলম; চর ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ ছানাউল্লাহ;
বিষ্ণপুর ইউনিয়নে জামাল উদ্দিন ভূইয়া ও জসিম উদ্দিন চৌধুরী; হরষপুর ইউনিয়নে
রাজিব চন্দ্র বনিক ও মো. শাহজাহান; পাহাড়পুর ইউনিয়নে অলি আহমেদ ও জসিম
উদ্দিন মলাই এবং সিঙ্গারবিল ইউনিয়নে আল-আমিন ভূইয়া।
বহিষ্কৃতরা সবাই
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী। তারা
সবাই আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
আল-মামুন সরকার বলেন,
‘বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে শুক্রবার ১৭ বিদ্রোহী
প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে একাধিকবার দলের পক্ষ থেকে
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তারা তা প্রত্যাহার করেননি।
তাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা
ভঙ্গ করায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে দল থেকে বহিষ্কার
করা হয়েছে।’
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।