ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস ঝলকে সেমিফাইনালে আবাহনী
Published : Friday, 10 December, 2021 at 8:42 PM
বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস ঝলকে সেমিফাইনালে আবাহনীস্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আবাহনী। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে আবাহনী ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটি। আবাহনীর এ সহজ জয়ে দারুণ অবদান রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসের। চার গোলের দুটিই করেছেন আগের মৌসুমে বসুন্ধরা কিংসে খেলা এই ফরোয়ার্ড। অন্য দুটি জীবন ও ইমনের।

বিরতির বাশির আগ মুহূর্তে গোল করে আবাহনীকে এগিয়ে দেন কলিন্দ্রেস। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাবিব নেওয়াজ জীবন। ৭০ মিনিটে চোখ ধাঁধাঁনো ফ্রি কিকে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেন কলিন্দ্রেস। ৭৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন আবার আবাহনীতে ফিরে আসা ইমন বাবু।

আবাহনী সেমিফাইনালে উঠে এখন প্রতিপক্ষের অপেক্ষায়। সাইফ স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল সেমিফাইনাল খেলবে আবাহনীর বিপক্ষে।