ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও স্ক্যাফ সিরাপসহ মহিলা গ্রেফতার
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গাঁজা ও স্ক্যাফ সিরাপ সহ এক মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ী সাকিনের জনৈক নজরুল এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত মহিলা আসামী মোসাঃ মনোয়ারা বেগম(৪০), পিতা-মৃত আব্দুল বাতেন, স্বামী-মোঃ শাহ আলম, গ্রাম-মনোহরদী, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান: দিঘীরপাড়, ঘোড়ামারা রাস্তা(মোতালেব এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা এর দখল হইতে ০২ কেজি গাঁজা এবং ০৮ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।ধৃত মহিলা আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপেলা রাজু নাহা ঘটনার সততা স্বীকার করে বলেন গ্রেফতারকৃত আসামী’কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।