ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে দেড়মণ গাঁজা উদ্ধার, চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, ৭০ বোতল বোতল ফেনসিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল।
গ্রফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লা সরদ উপজেলার গাজীপুর (কোটেরবেড়ী) গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ আল আমিন খন্দকার, জেলার বুড়িচং উপজেলার গাজীপুর (নোয়াপাড়া) গ্রামের আবুল কাসেমের ছেলে রবিন চৌধুরী ইমন, কোতয়ালী থানার রেইসকোর্স এলাকার ফারুক ইসলােমর ছেলে ফাইজুল ইসলাম ওরফে সুচী এবং যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সোহান হাসান (৩০)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।