ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাংবাদিক মাহাবুব আলম বাবু’র পিতার ইন্তেকাল
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
সাংবাদিক মাহাবুব আলম বাবু'র পিতা খোরশেদ আলম (৮২) গত বুধবার রাত সাড়ে এগারটায় কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর বাগিচাগাঁও বড় মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি, অজিত গুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, কাউন্সিলার জমির উদ্দিন খাঁন জম্পী, কাউন্সিলার মন্জুর কাদের মনি, ফাইন্ড কুমিল্লার চেয়ারম্যান আরিফুর রহমান এনাম, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, পরিবেশ রক্ষা আন্দোলনের জেলা সমন্বয়ক কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পী সহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।