ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
ঢাকা- চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশন এলাকায় নাছিরাবাদ মেইল ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাছিরাদ মেইল ট্রেনটি ওই বৃদ্ধকে রেল লাইনের উপর ধাক্কা দিলে তিনি ছিটকে পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইসলাম হোসেন নয়ন লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইসলাম হোসেন নয়ন বলেন, কুমিল্লার ঢাকা -চট্টগ্রাম রেল সড়কের রাজাপুর রেল স্টেশনে পথ ধরে রফিক উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ হেটে দক্ষিন থেকে উত্তর দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ থেকে চট্টগ্রাম গামী নাছিরাবাদ মেইল ট্রেন তাকে সর্তক করতে হুসাইন দিলেও তিনি কর্ণপাত করেনি, স্থানীয় লোকজন বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তখন ট্রেনটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি রেল সড়ক থেকে মাথা চূর্ণন বিচূর্ণ হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। তিনি আরও জানান নিহত রফিক উদ্দিন বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর আরাগ আনন্দ পুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় লোকজনের বরাদ দিয়ে আরও বলেন নিহত রফিক উদ্দিন একজন
মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার রাতে রাজাপুর রেল স্টেশনের এলাকা থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করে।
এবিষয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৮।