ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০২২ সালে কাতারে খেলবে আফগানিস্তান
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
ঘরের মাঠে খেলতে পারে না আফগানিস্তান। কখনো ভারতের দেরাদুন, কখনো আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলে আসছিল আফগানিস্তান ক্রিকেট দল। তবে এবার প্রথমবারের মতো কাতারকে নিজেদের হোম ভেন্যু বানাতে যাচ্ছে আফগানরা।
২০২২ সালের জানুয়ারিতে কাতারে খেলতে নামবে রশিদ খান-মোহাম্মদ নবীরা। নেদারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে দোহায়। বিষয়টি বুধবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’
বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান, পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। এরপর তাদের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।