ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রেলিয়ার রান-পাহাড়ে চাপা পড়ছে ইংল্যান্ড
Published : Friday, 10 December, 2021 at 12:00 AM
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি বল। ব্রিসবেনে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত করেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে অজিবাহিনী।
অস্ট্রেলিয়ার লিড এখন ১৯৬ রান, হাতে আছে আরো তিনটি উইকেট। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড। ৮৫ বলে শতক পূরণ করেন তিনি। সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক (১০)। এরই মধ্যে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
হেড শতক পেলেও ডেভিড ওয়ার্নার আফসোসে পুড়েছেন। মাত্র ৬ রানের জন্য হয়নি সেঞ্চুরি। ১৭৬ বলে ৯৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। মার্নাস লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৭৪ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি স্টিভ স্মিথ। ১২ রান করেই সাজঘরে ফিরেছেন তিনি।
অভিষেকটা ভালো হয়নি অ্যালেক্স ক্যারির, মাত্র ১২ রান করেছেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্স ১২ রান করে আউট হয়েছেন। ইংল্যান্ডের পক্ষে রবিনসন ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। একটি করে পান ক্রিস ওকস, মার্ক উড, লিচ ও জো রুট।