আপনার অধিকার- আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন- এই শ্লোগানে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হয় ময়দানে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তারাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ। এর আগে টাউন হল মাঠে দুর্নীতি বিরোধী মঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন অতিথিরা। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাই সবার জায়গা থেকে সচেতন ভাবে কাজ করতে হবে।