ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনাযোদ্ধা ডাঃ আইরিন পারভীন স্মরণে সভা ও মিলাদ মাহফিল
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM
গত বছরের ৬ ডিসেম্বর  করোনায় আক্রান্ত হয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের কনসালটেন্ট ডাঃ আইরিন পারভীন ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পক্ষ থেকে গতকাল ৬ ডিসেম্বর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলেজ অডিটরিয়ামে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার রেখা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল ও মরহুমার স্বামী ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী মামুনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
মরহুমার স্বামী ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী মামুন ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপস্থিত আলোচকবৃন্দ সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা শেষে ডাঃ আইরিন পারভীনের স্মৃতি রক্ষার্থে গাইনী এন্ড অবস্ বিভাগের সেমিনার কক্ষটি তার নামকরণ করে উদ্বোধন করেন মরহুমার স্বামী ও শিশু পুত্রসহ অন্যরা।-প্রেস বিজ্ঞপ্তি