বার্ডে প্রশিক্ষণ কোর্স এর সমাপনী
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM
গতকাল সোমবার “চৎড়ফঁপঃরড়হ ড়ভ ঐরময ঠধষঁব ঈৎড়ঢ়ং টংরহম গড়ফবৎহ ঞবপযহড়ষড়মরবং” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক মোঃ শাহজাহান।
সভাপতির বক্তৃতায় বার্ড মহাপরিচালক বলেন, সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে গ্রামে গ্রামে সমবায় গড়ে তুলতে হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-২য় পর্যায়-এর প্রকল্প পরিচালক মোঃ আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ করিম।
সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বার্ডের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের, কোর্স পরিচালক ড. আনোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম পরিচালক, বার্ড, কোর্স সমন্বয়ক কামরুল হাসান, সহকারী পরিচালক, বার্ড এবং সহকারী কোর্স পরিচালক জ আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে গোপালগঞ্জ, মাগুরা, ফরিদপুর, নড়াইল জেলার ২৫জন আদর্শ খামারী অংশগ্রহণ করেছেন।