ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে গাছ ভেঙে নারীর মৃত্যু
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃষ্টির মধ্যে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার ভোলাচংয় গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান।
মৃত রহিমা বেগম (৬০) ওই গ্রামের মৃত কাদির মিয়ার স্ত্রী।
এ ঘটনায় আহত সখিনা (৪০) ও শরীফকে (৩৫) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীনগর পৌরসভার মেয়র শিব শঙ্কর দাস বলেন, রহিমা বাড়ির পাশে রাস্তায় তার মেয়েকে বিদায় জানাচ্ছিলেন। এ সময় বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের একটি মরা গাছ ভেঙে পড়লে চাপা পড়েন রহিমা।
“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুই পথচারী আহত হন।”
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।